Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

siখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭: ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে আশ্রম ও স্কুলের পরিচালক বাবা সিয়ারাম দাসের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণীকে আটমাস ধরে প্রত্যেক রাতে ধর্ষণ করা হয়েছে বলে দেশটির পুলিশ সূত্রে জানা গেছে।

নির্যাতিতার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাঁর এক আত্মীয় তাঁকে সিয়ারাম দাসের ঘনিষ্ঠ মহিলা রিন্টু সিংহর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। সিয়ারামের স্কুলের প্রধান রিন্টু সিংহ। তিনি নির্যাতিতাকে বারাবাঁকি, ফৈজাবাদ, লখনউ ও আগরার আশ্রমে পাঠাতেন। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হত এবং সেই ঘটনার ভিডিও তুলে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। কোনক্রমে সিয়ারামের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওই তরুণী। সিয়ারাম দাস অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।