খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: অবশেষে হাসিম আমলা ও এলগারের ২১৫ রানের পার্টনারশিপ ভাঙ্গতে পারল টাইগাররা। আউট হওয়ার আগে হাসিম আমলা করেছেন ১৩৭। আর এই মূল্যবান উইকেটটি নিয়েছেন শফিউল ইসলাম।
৬৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন হাশিম আমলা। প্রথম সেশনেই তিনি টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পান। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিতে সাবেক দলপতি গ্রায়েম স্মিথের পাশে নাম লেখান তিনি। তবে আমলার স্বভাবসুলভ ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি হয়তো আরো একটি শতকের পথে হাটছেন। কারণ প্রথম সেশন শেষ হওয়ার আগে ওপেনিংয়ে নামা এলগারের সঙ্গে জুটি বেধে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর আমলা ও এলাগারের পার্টনারশিপ ভাঙ্গতে সক্ষম হয় শফিউল ইসলাম। এর ফলে আমলাকে ১৩৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়।
ক্রিজে এখন ব্যাট করছেন এলগার ও বাভুমা।
এলাগার ১৮৯ রানে অপরাজিত আছেন। আর বাভুমা ৪ রানে অপরাজিত আছেন।