খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: ‘বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের উন্নয়নে শহীদ জিয়ার কর্ম ও জীবনাদর্শ এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক উপলক্ষে আলোচনা সভার ।
শনিবার, সকাল ১০.৩০টায়, জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার হলরুমে জিয়া সেনা, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাসহ প্রমুখ। সভায় সভাপতিত্ব করবেন জিয়া কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।