খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: গলব্লাডারে অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয় বলেন, “গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারিটি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”
প্রধানমন্ত্রীর ছেলে আরো বলেন, “আজ মা’র জন্মদিনও। কিন্তু আমরা তেমন কিছু করছি না, কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। মা’র স্বাস্থ্যের জন্য শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা যাঁরা জানিয়েছেন, তাঁদেরকে ধন্যবাদ। উনি এখন ভালো আছেন।”
স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।