Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাঁচদিন আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকছে। ২ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠানামা সহ সব ধরনের কাজকর্ম স্বাভাবিক রযেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান, আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছে।