Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: জঙ্গিগোষ্ঠী আইএস নতুন একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে। তাদের দাবি অডিও ক্লিপের বার্তাটি তাদের নেতা আবু বকর আল বাগদাদীর। আইএস নেতার কাছ থেকে সর্বশেষ অডিও বার্তা এসেছিল প্রায় এক বছর আগে। পরে একাধিকবার খবর বাগদাদী নিহত হওয়ার খবর আসে গণমাধ্যমে।

এবারে নতুন অডিও বার্তা আসার পর প্রশ্ন উঠছে বাগদাদী কি তাহলে জীবিত? কেননা, এই অডিও ক্লিপে সাম্প্রতিক কালের উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গও রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, অডিও ক্লিপটি তারা যাচাই করে দেখেছে। এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলে তারা ধারণা করছেন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, অনলাইনে প্রকাশিত অডিও বার্তার সঙ্গে কোন ভিডিও বা ছবি দেয়া হয় নি। অডিও বার্তাটি প্রায় ৪৬ মিনিটের। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বাগদাদী জীবিত আছেন বলেই তাদের ধারণা।