Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

apu_biswasখােলা বাজার২৪।।শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭: ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের আয়োজনে ঢালিউডের অনেক তারকা হাজির ছিলেন। কিন্তু বাবা শাকিব খান ছিলেন না।

এ নিয়ে অপু বিশ্বাসও কিছু বলেননি। শুধু ছেলের জন্য দোয়া চেয়েছেন।

জমকালো পার্টিতে আসার জন্য অতিথিদের পাঠানো কার্ডে শুধু অপু ও জয়ের ছবি ছিল। শাকিবের ছবি ছিল না। জানা গেছে, কার্ডে ছবি না থাকাতেই শাকিব জন্মদিনের অনুষ্ঠানে আসেননি। জন্মদিনের পর দেয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানের কার্ডে আমার ছবি কোথায়?  আমি কি বাবা না জয়ের? আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো, আর কার্ডে আমার ছবি নেই। এত বড় অপমানের পর আমি আসি কিভাবে এই অনুষ্ঠানে? আমি এ বিষয়টিতে অনেক কষ্ট পেয়েছি।

শাকিব আরও বলেন, আমি এটা অপুর কাছ থেকে আশা করিনি। আমি বিদেশ থেকে ছেলের জন্য কসমেটিকস, ড্রেস ও সোনার চেইন এনেছিলাম। সবই তো দিয়েছি। এতকিছুর পরও আমাকে কেন সকলের নিকট ছোট করা হচ্ছে? কার্ডে আমার ছবি নেই, এটা আমি মানতেই পারছি না।