Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

Ariful Belabo Photoখােলা বাজার২৪।।শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭: গণতন্ত্রের মানসকন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে গত বৃহস্পতিবার বেলাব উপজেলা ছাত্রলীগ একটি বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ত¡ করেন, বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল হাসান রাসেল। বেলাব উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ভূইয়া (কমল) এর পরিচালনায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদ সদস্য মিরাজুল ইসলাম মেরাজ, আমলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহম্মেদ (পরশ) মোল্লা, পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান। সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে বিপুল ভোটে বিজয়ী করতে উপস্থিত সকলকে আহব্বান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মোঃ অছিউজ্জামান, আমলাব ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক শাজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক মোঃ মেনন ভূইয়া, নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রানা, বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মোঃ তৌহিদুর রহমান ভূইয়া (রানা), যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক (হিমেল), বাজনাব ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক সারোয়ার জাহান রাজিব, যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন মিয়া এবং বেলাব উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।