রবিবার, ১ অক্টোবর ২০১৭: নেইমারের জোরাগোলে বোর্দোকে বিশাল ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট-জারমেইন (পিএসজি)।
শনিবার প্যারিসে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে লিগ-১ এর খেলায় বোর্দোকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি।
খেলার মাত্র পাঁচ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তারকা নেইমার ৩০ গজ দূর থেকে নেয়া ফ্রিকিকে বোর্দোর জালে বল জড়ান। এর সাত মিনিট পর উরুগুয়ান স্ট্রাইকার এদিনসন কাভানিকে দিয়ে দ্বিতীয় গোল করান তিনি। ২১ মিনিটে তৃতীয় গোল করেন পিএসজির থমাস মুনিয়ের।
তবে ৩১ মিনিটে ইউনোস স্যানখারে একটি গোল শোধ করলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বোর্দা। অবশ্য এর কিছুক্ষণ পরেই ডিবক্সে হ্যান্ডবল থেকে পিএসজি পেনাল্টি পেয়ে যায়। এরফলে নেইমার নিজের দ্বিতীয় গোল পেয়ে যান।
এদিকে প্রথমার্ধের আগে বোর্দোর জালে পিএসজির পঞ্চম গোল করেন জুলিয়ান ড্র্যাক্সলার। ৫৮ মিনিটে ষষ্ঠ গোল করেন কাইলিয়ান এমবাপে। অন্যদিকে খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে প্যানাল্টি থেকে দ্বিতীয় গোল করার সুযোগ পান বোর্দোর ম্যালকম।
শনিবারের জয়ে ৩ পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন মোনাকোকে টপকে শীর্ষ চলে গেল পিএসজি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২২, অন্যদিকে মোনাকোর পয়েন্ট ১৯। এএফপি