রবিবার, ১ অক্টোবর ২০১৭: চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষে ওঠার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ। দুই দলেরই সমান পয়েন্ট ১৯। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলের জয়ে ম্যানসিটির একমাত্র গোল করেছেন কেভিন ডি ব্রুইন। সব ধরনের প্রতিযোগিতায় ম্যানসিটির এটি টানা অষ্টম জয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৬৭ মিনিটে ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। গ্যাব্রিয়েল হেসুসের ফিরতি পাস থেকে বল নিয়ে ডিবক্সের বাইরে থেকে গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার।
এ হারের পর শীর্ষস্থান থেকে চেলসি ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তিন-এ অবস্থান টটেনহ্যামের।