রবিবার, ১ অক্টোবর ২০১৭: স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে বাংলাদেশের প্রথম টেস্টে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। আগের দিনের দুই উইকেটে ৫৪ রান নিয়ে রবিবার দুপুরে ফের ব্যাটিংয়ে নেমেছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা ও টেম্বা বাভুমা।
শনিবার তৃতীয় দিনের শেষ বেলাটা মোটামুটি স্বস্তিতেই পার করে বাংলাদেশ| দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফেরত পাঠিয়েছে সাজঘরে। তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নেওয়া প্রোটিয়ারা তৃতীয় দিনশেষে এগিয়ে ২৩০ রানে।
এর আগে তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।