Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

downloadখােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা, উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড জসিম উদ্দিন ম-ল আজ ২রা অক্টোবর সোমবার সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁকে ৩০শে সেপ্টেম্বর ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মাত্র ১৮ বছর বয়সে ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন তিনি। তার পরপরই রেলওয়ের চাকরিতে যোগ দেন। ব্রিটিশ আমল আর দেশ ভাগ হওয়ার পর পাকিস্তানামলে জসিমউদ্দিন মন্ডল উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন শ্রমিক এলাকায় সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েন। অনেকবার তিনি কারাভোগ করেছেন। তিনি শ্রমিক-জনসভাগুলোতে সাধারন ও সহজ ভাষার বক্তব্যের জন্য তাঁর সমাবেশগুলোতে প্রচুর মানুষ উপস্থিত হতো। রাজনৈতিক জীবনে ব্রিটিশ আমলে দুই বছর, পাকিস্তান আমলে ১৩ বছর, বাংলাদেশে জিয়া সরকারের আমলে দুই বছর এই ১৭ বছর কারাগারে ছিলেন তিনি ।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী গভীর শোক প্রকাশ করে বলেন, বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুর মধ্য দিয়ে একটি বাংলাদেশ তথা এই উপমহাদেশের শ্রমজীবী মানুষের রাজনীতির ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তাঁর জীবন ও শ্রমজীবী রাজনীতির যে বিশাল অভিজ্ঞতা এবং স্বপ্ন আমাদের জন্য রেখে গেছেন তা ভবিষ্যতের মুক্তি সংগ্রামের কর্মীদের জন্য অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কমরেড জসিম উদ্দিন ম-লের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে কমরেড জসিম ম-লের জীবন কর্মকে জাগরুক রাখতে যথাযথ ভূমিকা পালনের জন্য সরকার ও দায়িত্বশীল মহলের প্রতি জোর দাবিও জানান নেতৃবৃন্দ।