খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে টেক্স টেক কোম্পানী লি.-এর শ্রমিকদের বকেয়া বেতন ও আইনগত পাওনার দাবিতে আজ দুপুর ১২টায় বিজিএমইএ ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘেরাওয়ের শুরুতে বিজিএমইএ-এর কর্মকর্তারা চড়াও হয়ে ব্যানার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে শ্রমিকরা এর তীব্র প্রতিবাদ জানায়। শ্রমিকদের প্রতিরোধের মুখে তারা এই ধরনের জঘন্য আচরণ থেকে বিরত হয়। পরবর্তীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার, সহ-সভাপতি জিয়াউল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, আবুল হোসেন প্রমুখ। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বিজিএমইএ-এর কর্মকর্তাদের উদ্ধত আচরণের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, বিজিএমইএ-এর কর্মকর্তারা টেক্স টেক কোম্পানী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য তিন দিনের সময় চেয়েছেন, আমরা তিন দিনের সময় দিতে চাই। তবে তিন দিনের মধ্যে টেক্স টেকের শ্রমিকদের বকেয়া মজুরি ও আইনগত পাওনা পরিশোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা বিজিএমইএ-এর সামনে লাগাতার কর্মসূচি চালিয়ে যাব।
নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের মাধ্যমে ঈদের মধ্যে টেক্স টেকের শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের মধ্যে এক মাসের বেতন আদায় করলেও ঈদের আগের দিন পুলিশ ও মাস্তানদের নিয়ে হুমকি প্রদান করে শ্রমিকদের জিম্মি করে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়। নেতৃবৃন্দ বলেন, বিজিএমইএ-এর যোগসাজশে মালিকদের এ ধরনের আচরণ শ্রমিকদেরকে আরও বিক্ষুব্ধ করে তুলছে। যা এই শিল্পের জন্য মঙ্গল বয়ে আনবে না।
নেতৃবৃন্দ বিজিএমইএ ও মালিকদের এই ধরনের প্রতারণামূলক আচরণ বন্ধের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে টেক্স টেক কোম্পানী লি. শ্রমিকদের বকেয়া ও আইনগত পাওনা পরিশোধ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক।