Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: কোনও চাপে নয়, ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি। তাই আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওয়াহহাব মিয়া দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার (২ অক্টোবর) হঠাৎ প্রধান বিচারপতি এস কে সিনহা একমাসের ছুটি চাওয়ার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি যেহেতু সাংবিধানিক পদে আসীন, তাই নিয়ম মেনেই উনি ছুটি নিয়েছেন। এখন পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া দয়িত্ব পালন করবেন।’

দীর্ঘ ৩৯ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার কথা। দীর্ঘ ছুটির পর প্রধান বিচারপতি কেন আরও একমাস ছুটি চাইলেন- এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সেটা আমার জানা নেই।’

এর ফলে কোনও শূন্যতা তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তেমন কিছু হওয়ার সুযোগ নেই।’

প্রধান বিচারপতির হঠাৎ ছুটি চাওয়া নিয়ে অবাক হয়েছেন কিনা- জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেলের কাছে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ব্যক্তিগত ছুটি, তিনি নিতেই পারেন।’

এদিকে, প্রধান বিচারপতি একমাসের ছুটি নেওয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় তার বাসভবনে সাক্ষাৎ করতে যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংগঠনটির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মঙ্গলবার বারের পক্ষ থেকে সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে জানানো হবে।’

গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) পুরোদমে বিচারিক কার্যক্রম শুরু হবে।

প্রথা অনুযায়ী, অবকাশ শেষে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিমকোর্টের আইনজীবীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তাদের বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা।