Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি সোমবার সিনিয়ররা দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছে ৩৩৩ রানের বড় ব্যবধানে। একইদিনে বড় হার সঙ্গী হয়েছে জুনিয়রদেরও। সোমবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেট পরাজিত করেছে আফগানিস্তান যুব দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংস শেষেই বাংলাদেশের বড় হার অনেকটাই নিশ্চিত হয়। আফগান যুবাদের দুর্দান্ত বোলিং এবং নিজেদের ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনে ৩০.৪ ওভারে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

এই জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েয়ে আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আফগানিস্তানের বোলিং তোপের মুখে অধিনায়ক সাইফ হাসান ২২ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ২৫ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

আফগানিস্তান যুব দলের হয়ে নাভিন-উল-হক তিনটি এবং তারিক স্তানিকজাই নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন ইউসুফ জাজাই, আজমতউল্লাহ ও মুজিব।

স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা ৩৪ রানে আফগানিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তবে দরবিশ রাসুলি এবং নিসার ওয়াহদাতের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আফগানরা।

পাঁচ নম্বরে নেমে দরবিশ ৩৬ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। নিসার করেন ১৫ রান।

বাংলাদেশ যুব দলের হয়ে নাঈম হাসান সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন কাজী অনিক, মনিরুল ইসলাম ও আফিফ হোসেন।