খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: রেকর্ড থেকে হাতছোঁয়া দূরত্বে ছিল বার্সেলোনা। অপেক্ষা বাড়ায়নি কাতালান ক্লাবটি। রোববার স্প্যানিশ লা লিগা ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে পরাজিত করে আর্নেস্টো ভালভার্দের দল। দারুণ জয়ের দিনে লা লিগায় ইতিহাস গড়েছে বার্সা।
ন্যু-ক্যাম্পে বার্সেলোনার জয়ে লিওনেল মেসি জোড়া গোল করেন। অপর গোলটি করেন সের্জিও বুসকেটস। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে ১০০০টি ম্যাচে ক্লিনশিট রাখল বার্সা। এর আগে কোনো দল এমন কীর্তি গড়তে পারেনি।
লা লিগায় গোল না হজম করার দিক থেকে রিয়াল মাদ্রিদ রয়েছে দুই নম্বরে। ৯৩০টি ম্যাচে ক্লিনশিট রেখেছে লস ব্লাঙ্কোসরা। রোববার দিনের অপর ম্যাচে কাতালান ক্লাব এসপানিওলকে ২-০ গোলে পরাজিত করেছে রিয়াল।
আধুনিক ফুটবলে আক্রমণাত্মক খেলার জন্যই সর্বাধিক প্রশংসিত বার্সেলোনা। তবে গত এক দশক ধরে আক্রমণের পাশাপাশি রক্ষণেও বেশ মনোযোগী হয়ে ওঠেছে কাতালানরা। চলতি মৌসুমে লা লিগায় ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার মাত্র দুটি গোল হজম করা সেটিই প্রমাণ করে।
লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ১৭২টি ম্যাচে ক্লিনশিটের রেকর্ড ভিক্টর ভালদেসের দখলে। আদোনি জুবিজারেতা স্পেনের শীর্ষ লিগে বার্সার জার্সিতে ১২৪টি ম্যাচে গোল হজম করেননি। বার্সার বর্তমান গোলরক্ষক আন্দ্রে মার্ক টের স্টেগেনের ক্লিনশিট ২০টি ম্যাচে।
বার্সেলোনার কোচ হিসেবে সর্বোচ্চ ১১৮টি ম্যাচে গোল হজম করেনি কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফের দল। তবে গড়ের দিক থেকে এগিয়ে রয়েছেন লুইস এনরিকে ও পেপ গার্দিওলা। এই দুজনের কোচিংয়ে প্রতি মৌসুমে গড়ে ১৮টি ম্যাচে গোল হজম করেনি বার্সা। ক্রুইফের গড় ১৪.৭৫।