খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: পচেফস্ট্রুম টেস্টে পরাজয়টা চতুর্থ দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকী ছিল কেবল আনুষ্ঠানিকতা।
আজ সোমবার পঞ্চম দিনে সেই আনুষ্ঠানিকতা সারতে সময় লাগল মাত্র পৌনে দুই ঘণ্টা! ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। ৪১ রানে হারিয়েছে শেষ ৭ উইকেট। হারতে হয়েছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। ৯০ রানে অলআউট হয়ে লজ্জার এক রেকর্ড গড়েছে মুশফিক বাহিনী।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ১০২ রান। ২০০৩ সালে ঢাকায় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০২ রানে গুটিয়ে গিয়েছিল খালেদ মাহমুদ সুজনের দল। খেলা হয়েছিল মাত্র ৩৫.৫ ওভার। সেই টেস্টটি ইনিংস ও ১৮ রানে হেরেছিল বাংলাদেশ।
নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার ক্ষেত্রে এই স্কোর ষষ্ঠ স্থানে রয়েছে। টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর ৬২। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে এই লজ্জার রেকর্ড গড়েছিল মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে পেরেছিল মাত্র ২৫.২ ওভার। ৪টি করে উইকেট নিয়েছিলেন মালিঙ্গা এবং মুরালিধরন। যথারীতি ইনিংস ও ৯০ রানের ব্যবধানে হারতে হয়েছিল আশরাফুলদের।