মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭: দুই টাকার নতুন কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, আগামী ১৫ অক্টোবর রবিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে দুই টাকার নতুন কারেন্সি নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে।
এতে আরো বলা হয়, কারেন্সি নোটটির রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ হবে। নতুন মুদ্রিত কারেন্সি নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা দুই টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও একই সঙ্গে চালু থাকবে।