Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1041507_kalerkantho_picমঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭: আপিল বিভ‍াগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার পরপরই পাঁচ বিচারপতির বেঞ্চে কার্যক্রম শুরু হয়।

বিচার কার্যক্রমের শুরুতে আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আজকে কোর্ট চলবে ১০টা পর্যন্ত। ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত দীর্ঘ অবকাশের পর মঙ্গলবার সুপ্রিম কোর্ট খুলেছে। এর আগের দিন সোমবার অসুস্থতার কথা জানিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।