Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kবৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭: সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পাঁচ মাস পর গার্লফ্রেন্ডের সঙ্গে ডিনার টেবলের ছবি পোস্ট করলেন ভুবনেশ্বর কুমার৷ যাও রীতিমত ভাইরাল৷ মঙ্গলবার নপূর নগরের তাঁর বাঙালি গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর৷

বাঙালি গার্লফ্রেন্ডের সঙ্গে মধুর সময় কাটিয়ে ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেটার ভুবনেশ্বর লিখেছেন,এর আগে ১১ মে ছবি পোস্ট করে ভুবি জানিয়েছিলেন, ডিনার ডেট ও ফুল পিকচার আসছে৷ এর সপ্তাহখানেক পরেই লাল রংয়ের বিএমডব্লিউ-তে অনুস্মৃতির সঙ্গে দেখা গিয়েছিল ভুবিকে৷ মঙ্গলবার গার্লফ্রেন্ড অনুস্মৃতি সরকারের সঙ্গে ছবি পোস্ট করে সেই কথায় রাখলেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার৷

কিন্তু কে এই অনুস্মৃতি? ২৩ অক্টোবর, ১৯৯০ কলকাতায় বাঙালি পরিবারে জন্ম অনুস্মৃতির ১৭ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন৷ বাবা অনিমেশ সরকার এক বিজনেসম্যান৷ মডেলিং থেকে টলিউডে পা-রাখেন অনুস্মৃতি৷ দু’বারের জাতীয় পুরস্কার জয়ী নির্দেশক প্রভাত রায়ের ভোরের আলো ছবিতে রোহিত রায়ের বিপরীতে অভিনয় করেন অনুস্মৃতি৷ পরের বছর ভ্যাঙ্কাই ফ্রাই ছবিতে নায়িকার ভূমিকা দেখা গিয়েছিল অনুস্মৃতিকে৷

তার পর রাজীব কুমার বিশ্বাসের নির্দেশনায় বাঙালি ফিল্ম বিক্রম সিংহ-তে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন অনুস্মৃতি৷ এই ছবির সাফল্যের পরেই তেলেগু ছবিতে অভিনয়ের অফার পান তিনি৷ ২০১৩-তে তাঁর প্রথম তেলেগু ছবি ইস্তা সাক্ষী-তে জনপ্রিয় অভিনেতা শ্রী হরি-তে অভিনয় করেন অনুস্মৃতি৷ এর পরও দু’টি বাঙালি ছবি ব্যারেজ ৮৬ ও মনের মাঝি তুমি ছবিতেও অভিনয় করেন ভুবনেশ্বরের প্রেমিকা৷

তবে এই বাঙালি অভিনেত্রীর কেরিয়ার টার্ন নেয় নির্দেশক ভারত পারাপেল্লির ছবিতে৷ হেরোহিন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়োন অনুস্মৃতি৷ বাঙালি ও তেলেগু ফিল্মের পর এবার বলিউডে পা-রাখতে চলেছেন তিনি৷ চারটি ছবিতে ইতিমধ্যেই সই করেছেন ভুবির ড্রিমগার্ল৷

২০১২-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসারের৷ টেস্ট অভিষেক পরের বছর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এখনও পর্যন্ত ১৮টি টেস্ট ও ৭৫টি ওয়ান ডে এবং ১৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ২৭ বছরের পেসার৷

সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন ভুবি৷ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে ভারতের ৫-০ জেতার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসার৷ ভুবির সুইংয়ের সামনে দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও দারুণ বোলিং করেন ভুবি৷ অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে খোশমেজাজে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ এরই ফাঁকে চুটিয়ে প্রেম করছেন ভুবি৷