খােলা বাজার২৪।।শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭: অসুস্থতার জন্য ছুটি নিয়ে আলোচনার মধ্যে থাকা ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ৬টা ১০ মিনিটে আকস্মিকভাবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান বিচারপতি সিনহা। তার আগে হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত নয়া দিগন্তকে বলেন, ‘লক্ষ্মীপূজায় অংশ নিয়েছেন। পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন।’
ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি। সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন।
প্রধান বিচারপতি অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানান। আলোচনা প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ প্রকাশ রয়েছে বিএনপির।
প্রধান বিচারপতিকে কেন দেখেছেন, খুব কি অসুস্থ মনে হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, ‘উনাকে দেখে আমার তেমন মনে হয়নি।
এদিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে বিকেল আইনমন্ত্রী আনিসুল হক ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার হেয়ার রোডের বাসভবনে যান।তিনি সেখানে আধাঘণ্টা অবস্থান করেন।
প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে তিনি তাৎক্ষণিক সাংবাদিকদের সাথে কোনো কথা না বললেও পরে তিনি টেলিফোনে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি তাকে দেখতে গিয়েছিলাম উনি বিশ্রামে নিচ্ছেন।
বিদেশে যাওয়ার জন্য প্রধান বিচারপতির ভিসার আবেদন বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তার সাথে আমার কোনো কথা হয়নি। আমিও উনাকে কিছু জিজ্ঞেস করিনি।