খােলা বাজার২৪।।সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭: ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদের মৃত্যু হয়।
বিভাগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অধ্যাপক ড. আবুল কালাম আজাদ পিত্তথলিতে ক্যানসারে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার রাতে ভারতের ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
অর্থনীতির এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মুঈদ বলেন, ‘স্যারের ছেলের সঙ্গে কথা হয়েছে। আজ রাতে তারা লাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। আগামীকাল ক্যাম্পাসে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।’
অধ্যাপক ড. আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনীতে।