Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Ershad-1খােলা বাজার২৪।।সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭: নির্বাচন কমিশনের (ইসি) জন্য দোয়া চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম ।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সভাপতিত্বে ইসির সঙ্গে জাপার সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দোয়া চান এরশাদ।

বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা সংলাপ অনুষ্ঠিত হয়। ২৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান নিজেই। তবে এই প্রতিনিধিদলে ছিলেন না জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সংলাপ শেষে সাংবাদিকদের এরশাদ বলেন, ‘আমরা খুব আশান্বিত, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, নিরপেক্ষ হবে। ওনাদের কথায় আমার বিশ্বাস হয়েছে, উনারা দৃঢ়প্রতিজ্ঞ, যাতে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমি ওনাদের কথায় বিশ্বাস করি।  মনেপ্রাণে আল্লাহর কাছে দোয়া চাই, তাদের আশ্বাস যেন আল্লাহ পূরণ করেন।’

এরশাদ আরো বলেন, ‘পাবলিক পারসেপশন হলো, সেনাবাহিনী যদি মোতায়েন করা হয়, নির্বাচন সুষ্ঠু হবে। আমরা তা-ই বলেছি। আমরা বলেছি, যেহেতু জনগণ চাচ্ছে, তাই সেনাবাহিনী মোতায়েন করা হোক।’

সংলাপের বিষয়ে এরশাদ আরো বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। সুন্দর আলোচনা হয়েছে। আমরা আশান্বিত হয়েছি। আমার মনে হয়, উনাদের সদিচ্ছা আছে এবং উনাদের নাম উনারা ইতিহাসের পাতায় লিখে যেতে চান। এটা আমি বিশ্বাস করি।’

অন্তর্বর্তী সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘যেহেতু যারা সংসদে আছে, সেসব দল নিয়ে অন্তর্বর্তী সরকার হবে, বিএনপি সংসদে নেই। তাই দুঃখজনক ঘটনা হলেও বিএনপি থাকতে পারবে না।’

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে এরশাদ বলেন, ‘তারা নির্বাচনে আসবে বলে আমি আশা করি। বৃহৎ দল কি না, বলতে পারি না। বৃহৎ দল অন্যরাও হতে পারে, আমরাও হতে পারি। এ জন্য এটা বলতে পারব না। তবে সেটা জনগণ ঠিক করবে।’