খােলা বাজার২৪।। বুধবার, ১১ অক্টোবর, ২০১৭: নির্বাচন কমিশনের আমন্ত্রণে আগামীকাল ১২ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা-য় মতবিনিময় সভায় মিলিত হবেন।
সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সিপিবি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার বিষয়ে সুপারিশমালা তুলে ধরবেন।