Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ad19খােলা বাজার২৪।। বুধবার, ১১ অক্টোবর, ২০১৭: নোয়াখালীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের মাইজদীর রশিদকলোনীর সামনে থেকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের নেতৃত্বে মিছিলটি বের হয়।

এ সময় বিএনপি কর্মীরা সদর থানার ওসির গড়ী সহ ২টি গাড়ী ভাংচুর করে এবং পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় বিএনপির ১০ নেতা কর্মী আহত হয়।

পুলিশ জেলা যুবদল সভাপতি মাহবুব আলগীর আলো, সদর উপজেলা   বিএনপির সাধারন সম্পাদক ভিপি জসিমসহ ৫ নেতা কর্মীকে আটক করে।

জেলা বিএপি যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান দাবি করেন, পুলিশ তাদের মিছিলে অর্তকিত হামলা ও লাঠি চার্জ ও গুলি করে। এতে ৪-৫ জন গুলিবিদ্ধ সহ ২০-২৫ জন আহত হয় এবং ৩০-৪০ জন নেতা কর্মীকে আটক করে পুলিশ।

তবে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আনোয়ার ৩ জনের আটকের কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, বিএনপি নেতা কর্মীরা বেশ কয়েকটি দোকানে হামলা ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের লাঠি চার্জ ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে বিএপি নেতা কর্মীরা ও পালটা ইট পাটকেল নিক্ষেপ করে এবং ওসির গাড়ি সহ দুইটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।