Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রাস্তায় নগ্ন মডেল, অতঃপর…খােলা বাজার২৪।। শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭: কোনো কারণ ছাড়া প্রকাশ্য রাস্তায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন মার্কিন মডেল ব্রিসা ডমিনগুয়েজ গ্রেসিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে এজ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

হতবাক হোটেলের ম্যানেজার তখন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ তাঁকে শরীর ঢাকতে বলে। কিন্তু উল্টো তিনি পুলিশ কর্মকর্তাদের হেনস্থা করেন। পরে এই ঘটনায় পরে মডেলকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, ওইদিন ব্রিসা মাতাল ছিলেন। এক নারী পুলিশ অফিসার মডেলকে গা ঢাকার জন্য একটি তোয়ালে দিয়েছিলেন। কিন্তু সেই তোয়ালে দিয়েই ওই মডেল পাল্টা পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেন। এরপর আরেক পুলিশ কর্মকর্তা লাথি মারেন। পুলিশ অবশ্য শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হন।

২৫ বছর বয়সি ওই মডেলের সেলফি এবং ফটোশ্যুটের ছবি দারুন হিট। ইন্সটাগ্রামে তাঁর প্রায় ৭৪ হাজার ভক্ত রয়েছে। কিন্তু গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশ, পুলিশ অফিসারকে হেনস্থা, মারধরসহ নানা অভিযোগ আনা হয়েছে। যদিও পরে বন্ড সই করে জেল থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।