খােলা বাজার২৪।। শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭: চট্টগ্রামে উচ্চক্ষমতা সম্পন্ন ২২ লাখ টাকা মূল্যের হার্লে ডেভিডসান মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মোটরসাইকেলটি ১৭৯০ সিসি ক্ষমতার। এছাড়া রয়েল অ্যানফিল্ড নামে আরেকটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। এটির মূল্য ৫ লাখ টাকা।
গত ৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।মোটরসাইকেল দুটির আমদানি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় মালিকপক্ষ। পরে অনুসন্ধানে দেখা যায় মোটরসাইকেল দুটিতে ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর ভুয়া।
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানানা, ১৫৫ সিসি ক্ষমতার ওপরে কোনো মোটরসাইকেল বাংলাদেশে আমদানি করার নিয়ম নেই। তাই এ মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।