খােলা বাজার২৪।।শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭: লিঙ্গ বদলাতে গিয়ে বিপাকে ভারতীয় নৌসেনার এক নাবিক। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরে লিঙ্গ বদলে পুরুষ থেকে নারী হয়েছেন ভারতীয় নৌসেনার নাবিক মণীশ গিরি। তার দাবি এই লিঙ্গ বদলের অস্ত্রোপচারের পরে তাকে বরখাস্ত করে ভারতীয় নৌসেনা।
গত শুক্রবার একটি চিঠি পাঠিয়ে তাকে বলা হয়, নৌসেনায় নিয়োগের সময় যে চুক্তি তিনি স্বাক্ষর করেছিলেন,তা নাকি লঙ্ঘিত হচ্ছে লিঙ্গ বদলের ফলে। তাই তাকে আর নৌসেনায় দরকার নেই।
চেহারা আমূল বদলে গিয়েছে মণীশের। এখন তিনি শাড়ি পরেন। চুলও বড় করেছেন। নতুন নাম হয়েছে সাবি।
তিনি বলছেন,’এভাবে আমাকে বরখাস্ত করাটা অন্যায়। সাত বছর আমি দেশের সেবা করেছি। কেউ কখনও বলতে পারবেন না,কর্তব্যে আমি কোনও গাফিলতি করেছি। শুধুমাত্র লিঙ্গ বদলেছি বলে আমাকে বরখাস্ত করে দেওয়া হবে? আমি তো কোনও চোর বা সন্ত্রাসবাদী নই। এটা অমানবিক। আমার ন্যায়বিচার চাই। দরকার হলে সুপ্রিম কোর্টে যাব।’
মণীশ ওরফে সাবি আরও জানিয়েছেন,বর্তমানে অকল্পনীয় মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। চাকরিতে ফিরে তিনি প্রমাণ করতে চান, মহিলাতে রূপান্তরিত হয়েও তিনি আগের দক্ষতাতে কাজ করতে পারবেন।