খােলা বাজার২৪।।শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭: খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে চলতি সপ্তাহেই ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব দিনক্ষণ সুনির্দিষ্টভাবে না জানিয়ে এই সপ্তাহের দলীয় চেয়ারপারসনের ফেরার কথা বলেন।
ফখরুল বলেন, “আমি বলছি, উনি (খালেদা জিয়া) খুব শিগগিরই দেশে আসছেন। আমি আশা করি, এই সপ্তাহেই উনি দেশ ফিরছেন।”
গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করতে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে যান। সেখানে ছেলে তারেক রহমানের বাড়িতে কোরবানির ঈদ করেন তিনি।
ওয়ান-ইলেভেনের পর খালেদা জিয়া ২০১৫ সালে যুক্তরাজ্যে গিয়ে দুই মাস ছিলেন। এবার আড়াই মাস পেরিয়ে গেছে।
বিএনপি চেয়ারপারসনের সফরের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তোলার পাশাপাশি তার ফেরা নিয়েও সন্দেহ প্রকাশ করে আসছেন আওয়ামী লীগের নেতারা।
এর মধ্যে তিনটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা হয়। এর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ বিএনপির।