খােলা বাজার২৪।।শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে।
শনিবার সকালে ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি ছাড়া চারজন নির্বাচন কমিশনারও রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল। তবে বিএনপি এবার নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে। এই অবস্থায় আগামীকাল বিএনপি নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে।
সিইসি বলেন, ইসির সংলাপে অংশ নেয়া মানেই তারা নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের ওপর তাদের আস্থা রয়েছে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সবগুলো রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওতায় আছে এমন প্রস্তাবগুলোর বিষয়ে আমরা বিবেচনা করবো। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে কমিশন নিজেরা বসবে। তবে সব ধরনের সুপারিশ সংলাপে অংশ নেয়া দল ও সরকারের কাছে পাঠানো হবে।
গত ২৪ আগস্ট শুরু হওয়া রাজনৈতিক দলের সংলাপ ১৯ অক্টোবর শেষ হচ্ছে।
image-id-659467
সেই চিঠিতে প্রধান বিচারপতি যা লিখেছেন
image-id-659464
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ
image-id-659462
সন্ধ্যায় গণভবনে ডাকা হয়েছে আইনমন্ত্রীকে : ওবায়দুল কাদের
image-id-659446
আশা করি, এই সপ্তাহেই খালেদা জিয়া ফিরবেন : ফখরুল