Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।।সোমবার, ১৬ই অক্টোবর, ২০১৭: ডায়মন্ড ওভালে জয়ের খোঁজে ছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের অতীতটা মোটেও ভালো নয়। তার ওপর প্রথম দুই টেস্টেই হেরেছে বড় ব্যবধানে। তারপরও সিরিজের শুরুতে প্রথম ওয়ানডেতে জয়ের স্বপ্নই এঁকেছিল মাশরাফি বিন মুর্তজার দল। টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ খারাপ করেছে এমন বলার উপায় নেই।

মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে বাংলাদেশ। যদিও এই রানটা আরও বড় না হওয়ার আক্ষেপ আছে। কিন্তু তাই বলে ২৭৮ রান করার পরও ১০ উইকেটের হার! দক্ষিণ আফ্রিকা তাদের উদ্বোধনী জুটিতো বটেই; যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জিতেছে। এমন হারের দায়টা মাশরাফি বোলারদেরই দিচ্ছেন। বলছিলেন, বোলিংয়ে পুরো দিনটিই ছিল হতাশার।

বাংলাদেশের ২৭৮ রান করার কৃতিত্ব মুশফিকুর রহীমের। নিজের ক্যারিয়ারে বড্ড চাপের সময় পার করছেন তিনি। কিন্তু সেই চাপের বোঝা মাথায় নিয়েই নিজের পঞ্চম ওয়ানডে শতক করেছেন মুশফিক। কিন্তু ধারহীন বোলিংয়ে সেই কৃতিত্ব ম্লান হয়ে গেছে।

মাশরাফি তাই বলছেন, ‘বোলিং দিকটা পুরোপুরি হতাশাজনক, ব্যাটিং দিকটা আজকে ভালো করেছে। কিন্তু সব মিলিয়ে আমাদের দুইটা দিকই বিশেষ করে এই ধরনের কন্ডিশনে ভালো না করলে জন্য জেতা কঠিন হবে।’

বোলিং নিয়ে প্রশ্নে মাশরাফি হতাশা ঝাড়েন এভাবে, ‘অবশ্যই আজকে যে বোলিং করেছি তা পুরোপুরি হতাশাজনক। ম্যাচের মাঝামাঝি পর্যায়ে যদি ৫-৬টা উইকেট নিতে পারতাম তাহলে ম্যাচ আমাদের পক্ষেও থাকতে পারত।’

তিনি যোগ করেন, ‘এই উইকেটে ২৭৮ রান নিয়েও জেতা সম্ভব ছিল, যদি আমরা শুরুতে উইকেট নিতে পারতাম। দুই দিক থেকেই আমরা যদি চাপ তৈরি করতে পারতাম, তাহলে হয়তো সম্ভব হতো।’