Mon. Aug 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭:  সম্প্রতি যমুনা ব্যাংক ও সিল্কওয়েজ কার্ড এন্ড প্রিন্টিং লিঃ (সিল্ককার্ড) নিজেদের মধ্যে কার্ড পারসোনালাইজেশন সেবার চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় যমুনা ব্যাংক সকল প্রকার চিপযুক্ত ভিসা কার্ড সিল্ককার্ডের মাধ্যমে ডাটা পারসোনালাইজেশন সেবা গ্রহন করবে। অনুষ্ঠানে ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে এম সাইফুদ্দিন আহমেদ , হেড অব কার্ড এন্ড এডিসি আদনান মাহমুদ আশরাফুজ্জামান এবং জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, ব্যবস্থাপনা পরিচালক,সিল্ককার্ড জনাব মুস্তাফিজুর রহমান, হেড অব মার্কেটিং সিল্ককার্ড, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।

অন্যরকম