Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: কক্সবাজার সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশুধর্ষণ মামলার আসামি সেলিম (২২) নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে খুরুশকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে।

কক্সবাজার র‌্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ সেলিম ২৩ আগস্ট বিমান বন্দর গেটের নতুন ফিশারি ঘাট এলাকার তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই মামলায় সে একমাত্র আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য র‌্যাব সদস্যরা অভিযানে নামে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ চার-পাঁচজন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।