খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে গত সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, আমি নিশ্চিত-তিনি যদি চিকিৎসার পর সুস্থ হয়ে কাল সকালে আবার দায়িত্ব নিতে চান তাতেও কোনো সমস্যা হবে না।
সৈয়দ মোয়াজ্জেম আলী আরও বলেন, ঘটনাচক্রে প্রধান বিচারপতি আর আমি একই জেলা মৌলভীবাজারের মানুষ। এ জেলায় ২৬ হাজার মণিপুরীর বসবাস।
তিনি তাদেরই একজন বিচারপতি সিনহাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। প্রধান বিচারপতি থাকাকালীন তিনি অন্তত দুবার দিল্লিতেও এসেছেন।
এর আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রকাশ্যেই বলেছিলেন- প্রধান বিচারপতি আবার দায়িত্ব নেবেন, সেই সম্ভাবনা ‘সুদূরপরাহত’।
আইনমন্ত্রী আনিসুল হকের কণ্ঠেও ছিল একই সুর। তিনি আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আপিল বেঞ্চের পাঁচ বিচারপতি যেখানে তার সঙ্গে এক বেঞ্চে বসতে রাজি নন, সেখানে তার দায়িত্বে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে হাইকমিশনার মোয়াজ্জেম আলী ভিন্ন সুরেই কথা বললেন। তিনি বোঝাতে চাইলেন, বাংলাদেশের বিচার বিভাগ প্রধান বিচারপতিকে তার পদ থেকে হটিয়ে দিয়েছে- বিষয়টি আসলে এমন নয়।
ভারতীয় একটি টিভি চ্যানেল বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে বেশ ফলাও করে খবর প্রচার করছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়ার ঘটনায় ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ‘বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতির হেনস্তা’ হিসেবে তুলে ধরতে চাইছে।
মূলত এর জবাব দিতেই হাইকমিশনার বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন বলে মনে হচ্ছে।
image-id-661253
৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
image-id-661249
সীমান্তে অনুমতির অপেক্ষায় ১৫ হাজার রোহিঙ্গা: ইউএনএইচসিআর
image-id-661209
‘মডেল রাউধা আত্মহত্যাই করেছেন’
image-id-661196
ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন এসকে সিনহা: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার