Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭:  আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ ছবির আইটেম গান ‘টিকাটুলি’র ভিডিও অবশেষে ইউটিউবে ছাড়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাড়ার পর এরইমধ্যে তিন লাখ ৩০ হাজারেরও বেশি বার গানটি দেখা হয়েছে।

মতিন চৌধুরী গাওয়া গানটিতে নেচেছেন মিমো ও সাঞ্জু জন। ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা  মাহি ও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবিএম সুমনও।

এর আগে ‘টিকাটুলি’র লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। জনপ্রিয় গানটি নতুন করে সুর ও সংগীত আয়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। শাহীন কামালের সুরে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ।

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন-থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।