Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮অক্টোবর, ২০১৭: নির্বাচন কমিশনকে দেয়া আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনাকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদ বলেন: আওয়ামী লীগ তাদের প্রস্তাব তো দিবেই। তারা সরকারে আছে। আবারও থাকতে চায়। আওয়ামী লীগ জনগণের ভাষা বুঝতে পারছে না। জনগণ পরিবর্তন চায়। ভোটের অধিকার চায়। দলীয় সরকারের অধীনে জনগণ ভোটের অধিকার পাবে না।

বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ব্যারিস্টার মওদুদ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

খালেদা জিয়া আদালতের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মওদুদ বলেন: বৃহস্পতিবার তিনি আদালতে যাবেন এবং আইনী কাজগুলো সম্পন্ন করবেন। এরপর আমরা ২০ দল মিলে কর্মসূচি দিব। বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা প্রদান করবেন।

দলের জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন: নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে বাধা দিয়েছে সরকারি বাহিনীগুলো। এরপরও হাজার হাজার নেতাকর্মী নেত্রীকে অভ্যর্থনা জানাচ্ছে।

আব্বাস বলেন: খালেদা জিয়াসহ আমরা কেউ গ্রেফতারি পরোয়ানা নিয়ে শঙ্কিত নই বরং আটকের জন্য প্রস্তুত আছি। সরকার যেকোনভাবে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তা পারবে না।

এসময় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।