Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮অক্টোবর, ২০১৭:  দীর্ঘ তিন মাস লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) বিকাল ৫ টা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতা-কর্মীরা শোডাউনে করে ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার উদ্দেশ্যে  যুক্তরাজ্য যান। লন্ডনে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেন।৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের সফল অস্ত্রোপচার হয়। এরপর সেখানে পায়ের চিকিৎসাও করান তিনি লন্ডন সফর শেষে দেশে আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা জনাতে বিমানবন্দর এলাকায় একত্রিত হয় লক্ষ জনতা।দেশের প্রতিটি জেলার নেতা-কর্মীরাও বিএনপির চেয়ারপার্শন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে বিএনপির শোডাউনে উপস্থিত হয়।

পিরোজপুর জেলাথেকেও কয়েক শত ছাত্রনেতা ও কর্মীরা এই শোডাউনে উপস্থিত ছিলো যা চোখে পড়ার মতন।পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল এই সকল ছাত্র নেতাকর্মীদের নেতৃত্বে নেতা-কর্মীরা শোডাউনে বিমানবন্দরে বিএনপির শোডাউনে উপস্থিত হয়। পিরোজপুর জেলা ছাত্রদল নেতা, জেলা অনলাইন ফোরাম (NOF) এর সাধারন সম্পাদক এম ডি শহিদুল ইসলাম (রানা),জেলা ছাত্রদল নেতা তমিজুল,  সজিব হোসেন, সদর থানা ছাত্রদল নেতা প্রিন্সসহ কয়েক শত ছাত্রনেতারা পিরোজপুর থেকে ঢাকা আসে তাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্শন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ।