Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শুক্রবার, ২০শে অক্টোবর ২০১৭: মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে উখিয়ার পালংখালী সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেয়া ১৫ হাজার রোহিঙ্গাকে বৃহস্পতিবার বালুখালী ক্যাম্পে নেয়া হয়েছে।

কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানান: ইউএনএইচসিআর, আইওএম, এমএসএফ ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার মানবিক সহায়তায় রোহিঙ্গাদের বালুখালী ক্যাম্পে সরিয়ে নেয়া হয়েছে।

মেজর ইকবাল বলেন: মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৫ হাজার রোহিঙ্গা গত ৪ দিন ধরে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টে শূণ্যরেখায় আশ্রয় নেয়। এসব রোহিঙ্গাদের খাবার ও চিকিৎসাসহ নানা ধরণের মানবিক সহায়তা দেয়া হয়েছে।’

বিজিবি কর্মকর্তা ইকবাল জানান: রোহিঙ্গারা কোন ধরণের অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ অন্যান্য অবৈধ কোন জিনিসপত্র এনেছে কি না তা তল্লাশী করা হয়। আরআরসি, ইউএনএইচসিআর, আইওএম ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা রোহিঙ্গার কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ শেষ করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
image-id-662224
সংবাদ প্রকাশে অপরাধী যেন সুবিধা না পায়: স্বরাষ্ট্রমন্ত্রী
image-id-662221
রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক সম্মেলনে তুললেন বিজিবি প্রধান
image-id-662194
বিএনপির কারণেই এস কে সিনহার দুর্দশা : তোফায়েল
image-id-662177
সংলাপের দাবিতে ইসিতে জামায়াতের চিঠি