Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শুক্রবার, ২০শে অক্টোবর ২০১৭: বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ওপেনার হাশিম আমলাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। রোববার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে আমলার পরিবর্তে দলে ডাকা হয়েছে আইডেন মার্করামকে।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাকিয়েছেন ৩৪ বছর বয়সী আমলা। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে ৮৫ রান করেছেন এ তারকা ব্যাটসম্যান। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর তিন ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিন আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে টেস্ট অভিষেক ঘটে ২৩ বছর বয়সী মার্করামের। দুই টেস্টের তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৯৭, ১৫ এবং ১৪৩। এরপর বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিন আফ্রিকা একাদশের হয়ে ৮২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন এ তরুণ ব্যাটসম্যান। এবার ইস্ট লন্ডনে বাফেলো পার্কে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে এ উদীয়মান তারকার।