Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ শুক্রবার ,২০ অক্টোবর ২০১৭, নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী মাদকদ্রব্য বিশেষ ট্রাইব্যুনাল চাটখীল উপজেলা,পাচঁগাঁও-ইউনিয়ন অন্তরভুক্ত হোসেনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম আব্দুল বসরের বড় পূত্র (২৫),৭নং ওয়ার্ড-বি.এন.পি.যুবদল প্রাক্তন নেতা।

উল্লেখ্য যে-তিনি রাজনৈতীকভাবে এলাকায় সুপরিচিত যুবদল নেতা এবং প্রতিপক্ষ প্রভাবশালী  ক্ষতাসীন দলের ষড়যন্ত্রের শিকার হয়ে বেআইনি মাদকদ্রব্য আইনের অভিযোগে গত ১৮ই অক্টবোর ২০১৭ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিশেষ ট্রাইব্যুাল কর্তৃক কঠোর ১২বৎসর সশ্রম কাড়াভোগ সহ আর্থীক জরিমানা সাজায় দন্ডিত ঘোষীত হয়েছে।আমাদের প্রতিনিধি তাহার পরিবার, আত্তিয়সজন ও এলাকাবাসির সাথে যোগা যোগ করে জানতে পারেন যে-আইন রক্ষাকারি সংস্থা তাহাকে গ্রেফতারের জন্য প্রতিনিয়ত পরিবারের উপর হামলা/নির্যাতন অব্যহত রেখেছে।

ঘটনা প্রসঙ্গে প্রতিনিধি এলাকাবাসি ও আত্তিয়দের সাথে যোগাযোগ করে আরও জানতে পারেন যে-এই মামলাটি সর্ম্পূন রাজনৈতীক প্রতিহিংশা ও ক্ষমতাসীন নেতাদের শত্রুতা মূলক সাজানো।

এলাকাবাসির মাধ্যমে জানা যায় মোঃ শামীম সামাজীক ও রাজনৈতীক ভাবে অত্যন্ত প্রসংশিত ব্যক্তিত্ব্য হওয়াতে-প্রতিপক্ষরা তাহাকে প্রতিদন্দি চিহ্নিত করে রাজনীতি থেকে নিঃস্কৃয় ও বিপদ গ্রস্থ্য করার লক্ষে ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে মাদকদ্রব্য লুকিয়ে রেখে গত ১১/০৩/১৫ইং তারিখে পুলিশকে দিয়ে ধরীয়ে দেয়।

প্রতিনিধি চাটখীল থানায় যোগাযোগে জানতে পারেন যে-রাষ্ট্র বাদী এই মামলায় পুলিশ ফোর্স আসামীকে রাঙ্গা হাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকম বেআইনি মাদকদ্রব্য সহ গ্রেফতার করে। আদালতের আদেশে মাদক সংক্রান্ত জিজ্ঞার জন্য পুলিশ রিমান্ডে আসামী নীজের অপরাধের শিকার উক্তি ফৌঃকাঃধিঃ১৬৪ ধারায় ব্যাক্ত করেন।

থানা পুলিশ নিশ্চিত ভাবে আরো অবহীত করেন যে-আসামী বিরোধী দলীয় রাজনীতির নামে গুরুতর অপরাধের সাথে জরিত এবং জামিনের আইন লঙ্ঘন করিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। থানা পুলিশ ও আদালতের নথী যাচাই অনুসারে তাহার বিরুদ্ধে চাটখীল থানায় আরো একাধীক মামলার অভিযোগ আদালতে অনিস্পত্তি অবস্থায় চলমান সহ বর্তমানে মামলা গুলী বিচারের প্রক্রিয়াধীন আছে।

আসামীর আত্তিয়য় ও এলাকার লোকজনের মাধ্যমে জানা যায় যে-আসামী জীবনের নিরাপত্তা জনিত কারনে দীর্ঘদিন যাবৎ পরিবারের সাথে সর্ম্পূন বিচ্ছিন্ন আছে বিধায় কেহই তাহার কোন সঠিক সংবাদ জানে না। তবে পুলিশ মনে করছে যে-আসামী পার্শবর্তী দেশ ভারতে দলীয় লোকজনের সাথে আত্তগোপনে আছে এবং প্রাই গোপনে সীমান্ত অতিক্রম করে তাহার আত্তিয় সজনদের সাথে দেখা সাক্ষাত করে।