খােলা বাজার২৪।শনিবার, ২১ শে অক্টোবর ২০১৭: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দাস ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ এক যৌথ বিবৃতিতে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদ তার দৃঢ় প্রতিবাদ জানাচ্ছে। আমরা জানি বিশ্ববিদ্যালয় দিনে দিনে তার মান হারাতে বসেছে। বিগত বছরগুলোতেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে যা প্রশাসন মোটেও আমলে নেয় নি। প্রশ্ন ফাঁসের দোসররা তাদের কাজের ধারাবাহিকতা যেমনটা রক্ষা করে চলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঠিক একইভাবে এ ব্যাপারে তাদের নির্লিপ্ততার প্রমাণ দিয়ে চলছেন। এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা শুধুমাত্র ক্ষতিগ্রস্তই হচ্ছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এই ব্যর্থতার তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে পুনর্বার ‘ঘ’ ইউনিটের ভর্তি নিতে হবে এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।