Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শ কমিটির বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের সফরে আজ (রোববার/২২ অক্টোবর) ঢাকায় আসছেন। এ সফরে বাংলাদেশ-ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তবে এ সফরে রোহিঙ্গা ইস্যুতে ভারতের কাছে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেছেন, ভারতের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন মানবতার পক্ষে থাকে।

সুষমা স্বরাজের সফর নিয়ে বিবিসি বাংলার সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এসব কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠকে বসবেন।

যৌথ পরামর্শের বৈঠকে কি নিয়ে আলোচনা হবে?

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, এটা নিয়মিত একটি পরামর্শের অংশ। এর আগে বৈঠকটি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবার সেটি ঢাকায় হচ্ছে। যখন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যখন কোনো পরামর্শ হয় তখন সব বিষয়ই অন্তর্ভূক্ত থাকে। বৈঠকে রাজনৈতিক ইস্যু, ভবিষ্যত চিন্তা-ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবারের বৈঠকে গত এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যৌথ পরামর্শে যেসব উন্নয়নমূলক পরামর্শ হয়েছিলো সেগুলোও উঠে আসবে।

বর্তমান প্রেক্ষাপট রোহিঙ্গা ইস্যু সবচেয়ে আলোচিত। রোহিঙ্গা ইস্যুতে ভারতীয় ভূমিকা নিয়েও আলোচনা এসেছে। ভারত কী এ বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক?

জবাবে শহিদুল হক বলেন, আমার মনে হয় না আমাদের কাছে এমন কোনো তথ্য আছে যেটা থেকে প্রমাণ হয় যে ভারত অন্য কোনো ধরণের অবস্থান নিয়েছে। ভারতের সাথে বাংলাদেশের অবস্থান আগেও যে রকম ছিল এখনো সেরকমই আছে।

তবে রোহিঙ্গা ইস্যুতে ভারতের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুক বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সূত্র : বিবিসি বাংলা