খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: মো: রাসেল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি: সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি এই স্নোগানকে সামনে রেখে নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ। র্যালিটি সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর ঘুরে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস- এর নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, বিআরটিএ নরসিংদী সার্কেল এর সহ: পরিচালক (ইঞ্জি:) এ.কে.এম মিজানুর রশীদ, বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ কামরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ গোলাম মওলা, জনাব ফয়সাল সরকার, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব জাকির হোসেনসহ নরসিংদী আইডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মঞ্জিল-এ মিল্লাত। বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা।