Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: কুমিল্লার বুড়িচংয়ের পীরযাত্রাপুর ও গোবিন্দপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষেও জের ধওে রোববার দুপুওে পীরযাত্রাপুর ঝালু’র বাড়িতে দুটি কালি মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর ও গোবিন্দপুর গ্রামের দু’যুবকের সাথে দূর্গাপূজার সময় ঝগড়া হয়। গতকাল রোববার সকালে স্থানীয় গোবিন্দপুর বাজাওে পূর্বেও বিরোধের জের ধওে পীরযাত্রাপুর গ্রামের অপু চন্দ্র বর্মণ (৩০) নামের এক ছেলেকে মারধোর করে প্রতিপক্ষের লোকজন। বিষয়টি তাৎক্ষণিক বাজারের লোকজন বসে সমঝোতা করে দেয়। পরবর্তীতে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় গোবিন্দপুর গ্রামের রবিউল,সফিউল,সুমন,আরিফের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পীরযাত্রাপুর গ্রামে গিয়ে হামলা চালায়। এসময় পীরযাত্রাপুর গ্রামের ঝালু’র বাড়ির দু’টি কালি মূর্তি ভাংচুর করা হয়। খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম বড়–য়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এব্যাপাওে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।