Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: মেহেদী হাসান : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরিক্ষা ২০শে অক্টোবর থাকায় যুগপূর্তি উৎসব হচ্ছে আজ ২২শে অক্টোবর রবিবার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাকজমকপূর্ণ ভাবেই শোভাযাত্রা ও আনন্দ উৎসবের মাধ্যমে এ দিনটি উদযাপন করা হচ্ছে।
রবিবার সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি সকলের সমন্বয়ে সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ^বিদ্যালয়ের ভিসি, কোষাধ্যক্ষ, রেজিষ্টার, শাখা ছাত্রলীগের এবং সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।
র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর হতে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর রায় সাহেব বাজার মোড় হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে সকাল ১১ টায় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে ক্যাম্পাস মাতান ব্যান্ডদল ‘দলছুট’।
এ বিষয়ে জবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়টি নানা প্রতিকূলতা পেরিয়ে জ্ঞান অর্জন এবং বিতরণের ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ক্যাম্পাস প্রক্রিয়াধীন রয়েছে। একাডেমিক ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে ঈর্ষণীয় সাফল্য এসেছে। সব ক্ষেত্রেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
২০০৫ সালে ২০ শে অক্টোবর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে সরকার।