
খােলা বাজার২৪। সোমবার, ২৩ অক্টোবর ২০১৭: সম্প্রতি যশোরের হোটেল সিটি ইন্টারন্যাশনাল, যশোর- এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর খুলনা অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব কাজী ওসমান আলী ও জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, খুলনার আঞ্চলিক প্রধান, খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৭ সালের পরবর্তী সময়ের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।