Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মেহেদী হাসান :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের‘ডি’ইউনিটের ¯œাতক (সম্মান) ১ম বর্ষেরভর্তি পরীক্ষারফলাফলআজ সোমবারপ্রকাশকরাহয়েছে।

বিশ্ববিদ্যালয়েরজনসংযোগ ও প্রকাশনা দপ্তরথেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোহয়।

ভর্তি পরীক্ষারফলাফলজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবংওয়েবসাইট(http://admission.jnu.ac.bdA_evhttp://admissionjnu.info)–এ পাওয়াযাচ্ছে।

উল্লেখ্য, ‘ডি’ইউনিটে ৫৮০টিআসনেরবিপরীতে২৮,৭৪৯ জনপরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদনকরেছিল।‘ডি’ইউনিটেরভর্তি সংক্রান্তপরবর্তী কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানোহবে।