খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭: মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের নির্যাতনের জেরে মিয়ানমারের ওপর গ্লোবাল ম্যাগনিটস্কাই আইনের আওতায় নতুন করে অবরোধ আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে জারি করা ওই বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি যা ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গাসহ অন্য সম্প্রদায় যে সহিংস ও ভীতিকর দুর্দশার শিকার হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।