খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা এক যৌথ বিবৃতিতে মানিকগঞ্জ জেরার সদর উপজেলা ক্ষেতমজুর নেতা জসীম উদ্দিনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার আউটা ইউনিয়নের খতক শীলের অর্পিত সম্পত্তিতে ৮০ সাল থেকেই ভূমিহীনরা বসবাস করছে। এই জমি সরকারি তত্ত্বাবধায়ন জমি। এই জমিতে অগ্রাধিকার হক ভূমিহীনদের। কিন্তু তোয়াব আলীসহ কতিপয় দুর্বৃত্ত ভুয়া দলির তৈরি করে জমির মালিকানা দাবি করছে এবং ভূমিহীনদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় দূর্বৃত্তরা প্রতিবাদকারীদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করিয়েছেন। উক্ত মিথ্যা মামলায় ক্ষেতমজুর সমিতির নেতা জসীম উদ্দিনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে জসীম উদ্দিনের মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলা দায়েরকারী দূর্বৃত্তদের শাস্তি দাবি করেন। একই সাথে উক্ত জমিকে বসবাসকারী ভূমিহীনদের নিরাপদে বসবাসের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ক্ষেতমজুর নেতা জসীম উদ্দিনের মুক্তির দাবিতে মানিকগঞ্জ সদরে বিক্ষোভ
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃত্বে জসীম উদ্দিনের মুক্তির দাবিতে মানিকগঞ্জ সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ নেতৃবৃন্দ অবিলম্বে জসীম উদ্দিনের মুক্তি দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন, আজহারুল ইসলাম আরজু, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, হযরত আলী প্রমুখ।