Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার ২৪ অক্টোবর ২০১৭: মেহেদী হাসান : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লবের নেতৃত্বে মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি জজকোর্ট থেকে শুরু করে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিন করে নয়াবাজার গিয়ে শেষ হয়।
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডিএম বাকীর জুয়েল, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসলাম, শামীম আহমেদ, আবদুল মান্নান, মিজানুর রহমান শরীফ, মোঃ সালাউদ্দীন, ইব্রাহীম কবির মিঠু। সহ-সাধারন সম্পাদক আতিকুর রহমানসহ শতাধিক নেতাকর্মী।
এ সময় জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব বলেন, তারেক রহমানকে মামলা, হামলার ভয় দেখিয়ে পথরুদ্ধ করা যাবে না। সরকার তারেক রহমানের জনপ্রিয়তার ওপর ঈর্ষানিত হয়েই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জবি ছাত্রদল এর তীব্র প্রতিবাদ জানায়।